সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবেন না

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবেন না

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেট মহানগরীর বড় একটা অংশজুড়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা বুধবার (১৯ নভেম্বর)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরী সংস্কার, সংরক্ষন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

এলাকাগুলো হচ্ছে, ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ এলাকা, কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা, বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ