আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস প্রথম প্রতিষ্ঠা করেন ড. জেরোম টিলাকসিং। টিকালিং তার বাবার জন্মদিনের স্মৃতিকে সম্মান জানাতে এই তারিখটি বেছে নেন। প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী। একজন পুরুষ তার পরিবার, সমাজ ও পৃথিবীতে যে ইতিবাচক প্রভাব ফেলেন, তা উদযাপন করতেই আজকের দিনের প্রচলন।
বিশ্বব্যাপী পুরুষ দিবসটির মূল লক্ষ্য — লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়েছিল।
একজন পুরুষ রোজ অনেক কাজ করার পাশাপাশি চাপ সামলান। তারও দুঃখ-কষ্ট হয়, মন ভাঙে। কিন্তু পুরুষালী ব্যবহার প্রকাশ করতে গিয়ে তিনি সেসব চেপে যান। ফলে শরীর আর মন উভয়েরই ক্ষতি হয়। এই দিনটি তাদের সেই নীরব সমস্যাগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্যেই পালিত হয়।
প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের ৭০টিরও বেশি দেশে পালন করা হয় দিবসটি। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ভারত, পাকিস্তান, ক্রোয়েশিয়া, জ্যামাইকা, কিউবা, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, মাল্টা, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি।