ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত “ফার্মাকানেক্ট ২০২৫”

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত “ফার্মাকানেক্ট ২০২৫”

Manual2 Ad Code

সিলেট অলটাইম নিউজ:ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন আজ “ফার্মাকানেক্ট ২০২৫” শীর্ষক এক উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং ও জ্ঞান-বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি আগামী ২৫–২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী CPHI–PMEC India 2025-এ বাংলাদেশের অংশগ্রহণের পূর্বসূচি হিসেবে আয়োজিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে বিদ্যমান দৃঢ় পরিপূরকতা ও সহযোগিতার সুযোগ তুলে ধরা হয়। বক্তারা জানান, ভারতের বিশ্বমানের প্রতিযোগিতামূলক ওষুধ শিল্প এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান উৎপাদন সক্ষমতা একসঙ্গে কাজ করে আরো শক্তিশালী সরবরাহ শৃঙ্খলা, উন্নত প্রযুক্তি অ্যাক্সেস এবং বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির পথ তৈরি করতে পারে।

Manual3 Ad Code

হাই কমিশনার প্রণয় ভার্মা, তাঁর বক্তব্যে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে ফার্মাসিউটিক্যাল খাতের কৌশলগত গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, API সংগ্রহ, প্রক্রিয়াজাত প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল যন্ত্রপাতি সরবরাহে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার। তিনি আশা প্রকাশ করেন যে “ফার্মাকানেক্ট ২০২৫” দুই দেশের মধ্যে উদ্ভাবন-নির্ভর, ভবিষ্যতমুখী সহযোগিতা আরও গভীর করবে এবং আঞ্চলিকভাবে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (BAPI)-এর সভাপতি মি. আব্দুল মুকতাদির বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের বিশ্ববাজারে সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর, গবেষণা–উন্নয়ন সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খলা একীভূতকরণে ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্বের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।

Manual5 Ad Code

বাংলাদেশি ওষুধ শিল্পের প্রতিনিধিরা বলেন, এ ধরনের উদ্যোগ সীমান্ত-পারাপার সহযোগিতা জোরদার করবে, প্রযুক্তি প্রাপ্তি সহজ করবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ উন্মুক্ত করবে।

Manual5 Ad Code

স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা গভীর করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই “ফার্মাকানেক্ট ২০২৫” আয়োজন করা হয়েছে। আগামী CPHI–PMEC India 2025-এ বাংলাদেশের বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে—যা বিশ্বের শীর্ষ নির্মাতা, উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের জন্য অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এ সংক্রান্ত আরও সংবাদ