ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
সিলেট নগরীর কয়েকটি এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারসমূহে জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি কালীঘাট ফিডারের আওতায় আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্রি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড ও আশপাশের এলাকা এবং ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের আওতায় রোজ ভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয়পাশ এবং আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সাটডাউনের সময় লাইন সচল রয়েছে ধরে নিতে হবে। নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তৎক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
Design and developed by sylhetalltimenews.com