ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
ভারতের ত্রিপুরার আগারতলায় প্রকাশনা মঞ্চ আয়োজিত ৫ম লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৫ এ সমাপনী দিন ২০ নভেম্বর/২৫ বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী কবি ও ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায়কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এই প্রাপ্তি পুলিন রায়ের জন্য যেমন অত্যন্ত সম্মানের তেমনি তা বাংলাদেশ তথা সিলেটের জন্যও সম্মানের বিষয়।
উল্লেখ্য, কবি পুলিন রায় ঐ মেলার উদ্বোধক ছিলেন। কিন্তু ভিসা প্রাপ্তি জটিলতায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। সমাপনী দিনে পুলিন রায়কে একটি অধিবেশনে প্রধান অতিথি এবং আরেকটি পর্বে সম্মানিত অতিথি করা হয়। ‘স্রোত’ সম্পাদক কবি গোবিন্দ ধরের সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে আলোচক ছিলেন ত্রিপুরার বিদগ্ধ জনেরা।
এছাড়া বাংলাদেশের কবি ও ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায় ও আসামের কবি বিখ্যাত ‘যুগ শঙ্খ’ পত্রিকার সম্পাদক বিকাশ সরকারকে নিয়ে অনুষ্ঠানে ‘কবির মুখোমুখি’ শিরোনামে একটি পর্ব পরিচালনা করা হয়। এতে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক-সম্পাদক উপস্থিত ছিলেন।
Design and developed by sylhetalltimenews.com