সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি আহবান

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি আহবান

Manual4 Ad Code

সিলেটে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রিতে ভর্তি চলছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।

Manual5 Ad Code

বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় সিলেটের দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করে যাচ্ছে। এই বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬-৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি করা হবে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক/প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে সংযুক্ত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপাড়স্থ বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭১১-৪৮৫০৯০, ০১৭৭৫-১৭৮১৪৯ যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
প্রাপ্ত আবেদনগুলো যাচাই ও বাচাইপূর্বক সাংগঠনিকভাবে সুযোগ দানের সক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।
উল্লেখ্য, ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদের বিনামূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। দৃষ্টিহীন ছাত্রাবাসের (বালক/বালিকা) আসন সংখ্যা সীমিত। সিলেট বিভাগে দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছেন গ্রীন ডিসএ্যাবন্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সহ জিডিএফ ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ