তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে কাজ করবোঃ এম এ মালিক

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে কাজ করবোঃ এম এ মালিক

Manual2 Ad Code

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, জনগণ আমাকে যে প্রত্যাশার চোখে দেখছেন, আমি সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দায়িত্ব পালন করবো। নির্বাচিত হলে দক্ষিণ সুরমার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ সব বিদ্যালয়ে নতুন ভবন, ল্যাব, লাইব্রেরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

Manual1 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতির ভিত্তি। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে হলে বিদ্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য প্রয়োজন কার্যকর সহযোগিতা ও পরিকল্পিত উন্নয়ন।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা উন্নয়ন, অবকাঠামো সংস্কার, আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নানা দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, লাইব্রেরি সম্প্রসারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করে।

Manual8 Ad Code

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থী-শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য স্থানীয় চাহিদা তুলে ধরেন এবং এম এ মালিক তাদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আসরাফ উজ্জামানের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাংঘটনিক সম্পাদক জসিম আহমদ এবং জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, আসিক আহমদ, ফখরুল ইসলাম, সালাউদ্দিন লিটন, বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য রেজওয়ান মিয়া, মাসুম আহমদ সানাই, নুরুদ্দিন মিয়া, শায়েস্তা মিয়া, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, সদস্য দবির মিয়া, মোঃ সানেয়ার মিয়া, যুবদল নেতা খসরু মিয়া, বুরহান উদ্দিন, রুমন আহমদ, বাচ্চু মিয়া ছাত্রদল নেতা সেবুল আহমদ, রাজু আহমদ, রাসেদ আহমদ, ফুয়াদ চৌধুরী, কৃষকদল নেতা সুমন মিয়া, ছাত্রদল নেতা মাসুদ, সামাদ, তুহিন, জাবেদ, মামুন, শাহিন, তারেক, সাহবাজ।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এম এ মালিকের প্রার্থীতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার সামগ্রিক উন্নয়নে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে তারা তাকে সামনে দেখতে চান।-

এ সংক্রান্ত আরও সংবাদ