ভারতে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

ভারতে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বেটা-১ সেক্টরের একটি ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের নাম শাহরিয়ার। তার ডাকনাম মনু বিপারা (২২)। তিনি বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা। পড়াশোনা করতেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনআইইউ)। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, রবিবার একটি বাড়িতে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যায়। গিয়ে দেখে, ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ। বাড়িওয়ালা জানালার ফাঁক দিয়ে শাহরিয়ারকে ঝুলতে দেখেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের মতে, শাহরিয়ার ১৬ নভেম্বর রুপা নামে এক নারীর সঙ্গে ওই বাসায় ওঠেন। রুপার বাড়ি বিহারের নার মধ্যুবনী এলাকায়। তারা নিজেদেরকে দম্পতি পরিচয় দিয়ে মাসিক ৮,০০০ রুপিতে ঘর ভাড়া নেন এবং ১৭ নভেম্বর সেই বাসায় ওঠেন। বাড়িওয়ালা পুলিশকে জানান, রুপা ২১ নভেম্বর ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। ওই দিন সন্ধ্যার পর থেকেই শাহরিয়ারের ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল, যা সন্দেহ তৈরি করে। ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি রবিবার পুলিশকে খবর দেন। স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিনোদ কুমার বলেন, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। রুপার হঠাৎ চলে যাওয়া এবং শাহরিয়ারের ফোন বন্ধ থাকা- সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। বাংলাদেশে থাকা মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code