আজিজুর রহমানকে সিলেট মহানগর জাগপা’র শুভেচ্ছা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

আজিজুর রহমানকে সিলেট মহানগর জাগপা’র শুভেচ্ছা

Manual7 Ad Code

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জাগপা’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানকে শুভেচ্ছা জানান- মহানগর জাগপার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সহ-সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ফরহাদুর রেজা নাদিম, কৃষিবিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সদস্য শেখ রাসেল প্রমুখ।

Manual7 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া সংগঠন জাগপা দেশ, জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের আদর্শ লালন করে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছেন।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ আরো বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদীদের আগ্রাসন ও দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে সিলেট মহানগর জাগপা দেশের কল্যাণে কাজ করে যাবে।

সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরকে আরো শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ