বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল শনিবার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল শনিবার

Manual2 Ad Code

১:৪ হারে বেতন নির্ধারণ করে ৬ সদস্যের জন্য ৬ হাজার টাকা হারে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা মাসিক মূল বেতন নির্ধারণের দাবী সহ বিভিন্ন দাবীতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ উপস্থাপিত কয়েকটি দাবী তুলে ধরা হবে। দাবীগুলো হলো- আগামী ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রজ্ঞাপন জারী এবং ১লা জানুয়ারী ২০২৬ হতে তা বাস্তবায়ন করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পূর্ণবহাল সহ আর্থিক ও পদবী বৈষম্য দূরীকরণে সচিবালয়ের ন্যায় পদপদবীসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। আউটসোর্সিং, গ্রামপুলিশ, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত প্রকল্প ভিত্তিতে উন্নয়ন খাতে দাস প্রথায় নিয়োগকৃত সকল কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিচারকের মত আদালতের কর্মচারীদেরকেও জুডিসিয়ারী ভাতা প্রদান করতে হবে। ব্লকপোস্ট সমূহে পদোন্নতির বিধান ও ন্যায্যমূল্যে রেশন প্রদান করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারামতে সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।
উক্ত কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সকলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ