সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সিলেটে মশাল বিক্ষোভ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সিলেটে মশাল বিক্ষোভ

Manual1 Ad Code

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মশাল বিক্ষোভ সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায়।

Manual2 Ad Code

সালমান শাহ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মাতা শাহরুখ বিপ্লবের ব্যবস্থাপনায়,ও সাধারণ সম্পাদক অভিনেতা শামস্ নির্ঝর এর উপস্থাপনায় ও সাংঘঠনিক সম্পাদক যুব সংগঠক এবং অভিনয়শিল্পী মোঃ কামালের পরিচালনায়।

Manual7 Ad Code

বক্তাদের আলোচনায় উঠে আসে দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে প্রকৃত বিচারে।

Manual5 Ad Code

সালমান শাহ স্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি) সিলেট এর সভাপতি শাহরুখ বিপ্লব বলেন -সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিলো তাই প্রকৃত সত্য আড়ালে থেকে গেছে দীর্ঘ ২৯ বছর। খুনিরা নিজেদের দোষ ধামাচাপা দিতে তদন্তে বাধা দিয়েছে বারবার।
উল্লেখ্য গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মামলাটি হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে
সঠিক তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন।
সেই সাথে আসামীদের দেশত্যাগের ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।কিন্তু আসামিরা দেশে থাকলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

মাত্র ২৭ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন—সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ‘মায়ের অধিকার’, ‘সত্যের মৃত্যু নেই’সহ তাঁর প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট সুপার হিট হয়।যা একজন নায়কের জন্য বিরল।

উক্ত বিক্ষোভে সবার দাবি ছিলো আসামিদের দ্রুত গ্রেফতার করে সালমান শাহ হত্যার বিচার নিশ্চিত করে দেশে আইনের শাসন প্রমান করা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী উদ্দোক্তা কেয়া আহমদ,জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সুমন আহমেদ, রোজি বেগম, সুলতানা বেগম, ফৌজিয়া আক্তার, নিলা ইসলাম, লাহিন আহমদ,শাহ আলম ইসলাম, ইফতেহাজ আরাফাত সিয়াম,ফাতেমা জান্নাত সুইটি, তাছরিন আক্তার, জাবেদ আহমেদ, কাওসার আহমদ, ডলি ও প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ