স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সিলেটে মাইসফটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সিলেটে মাইসফটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে মাইসফট লিমিটেডের উদ্যোগে সিলেট বিভাগের মেডিকেল কলেজ, হাসপাতাল ও ডায়াগনস্টিকের প্রতিনিধি ও গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্টিত মতবিনিময় সভায় মাইসফট লিমিটেডের আধুনিক স্বাস্থ্যসেবা, সফটওয়্যারের উন্নয়ন, গ্রাহক সহায়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন-সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী, পপুলার মেডিকেল সেন্টার লিমিটেডের সিলেট শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. সায়েক আজিজ চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ডা. হিমাংসু লাল রায়, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর প্রফেসর ডা. শফিকুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ওয়েছ আহমেদ চৌধুরী এবং ডিরেক্টর ও উপদেষ্টা মেজর জেনারেল ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মুইজ উদ্দিন চৌধুরী, সিলেট কমফোর্ট মেডিকেল সার্ভিসেস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইয়া ও ম্যানেজিং ডিরেক্টর ডা. জাকির হোসেন, সিলেট কমফোর্ট মেডিকেল সার্ভিসেস-এর ডিরেক্টর আলমগীর হোসেন, সিলেট প্রাইম হাসপাতালের চেয়ারম্যান ডা. আশরাফুল ইসলাম ও ডিরেক্টর জান্নাতুল ফেরদৌস, সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ডিরেক্টর জনাব তানিম হোসেন সহ সিলেট অঞ্চলের বিভিন্ন হাসপাতালের পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুঞ্জুরুল হক। তিনি বলেন, স্বাস্থ্যখাতকে ডিজিটাল স্বাস্থ্যসেবায় রূপান্তর করবার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে দেশীয় সফটওয়্যার কোম্পানি মাইসফট লিমিটেড। আমাদের লক্ষ্য প্রযুক্তিকে স্বাস্থ্যসেবা খাতের একটি সম্পদ হিসেবে তৈরি করা। প্রযুক্তির মাধ্যমে সহজে স্বাস্থ্য সেবা দিতে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাইসফটের সিলেট ব্রাঞ্চ ইনচার্জ মিজানুর রহমান আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিব মাহফুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাফিস আহমেদ, জুনিয়র বাস্তবায়ন প্রকৌশলী শামিউল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ