বাউল আবুল সরকারের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেট ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

বাউল আবুল সরকারের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিলেট ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

Manual6 Ad Code

বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তায়ালাকে নিয়ে বিদ্রুপ এবং কোরআন শরীফকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা এম এ রহিম, মোঃ ফারুক আহমদ, চাশি হাফিজ হাবিবুর রহমান হাবিব, শ্রমিক নেতা সাহাব উদ্দিন সাবু, ব্যাবসায়ী আমিনুল ইসলাম, সদস্য মোঃ ময়না মিয়া, বিলাল মিয়া প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ধর্ম অবমাননার অপরাধে কারাবন্দী বাউল আবুল সরকারের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তরা বলেন, বাউল গানের আড়ালে আবুল সরকার যে কুরুচিপূর্ণ ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তার মন্তব্য কেবল ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতেই আঘাত করেনি, বরং এটি সরাসরি আল্লাহ এবং কোরআনের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করেছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত আবুল সরকারের কঠোর শাস্তি নিশ্চিত না করে, তবে সিলেটের তৌহিদী জনতা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা বাউলবাদের নামে যেকোনো ধরনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ধর্মানুভূতিতে আঘাতকারী সকল শিল্পীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। বাউল গানের নামে ধর্মের অপব্যাখ্যা ও বিকৃতি বন্ধ করা। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ