বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতন সিলেটে সংবর্ধিত

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট সাইফ উদ্দিন রতন সিলেটে সংবর্ধিত

Manual3 Ad Code

বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনালে হিসেবে পদোন্নতি পাওয়ায় সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

গত ২৮ নভেম্বর বৃহষ্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের এটর্নী জেনারেল সিনিয়র এডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ফুলের তোড়া দিয়ে সিনিয়র এডভোকেট সাইফ উদ্দিন রতনকে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা ও দায়রা জজ আব্দুল হালিম চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক জুবায়ের বক্ত জুবের প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি বিগত এক বছর যাবৎ সহকারী (এসিস্ট্যান্ট) জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। কৃতি আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিন রতন একাধিক সরকারি-বেসরকারি সংস্থার আইন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন।
এডভোকেট সাইফ উদ্দিন রতন ২০০৭ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশায় সক্রিয় হন। বর্তমানে তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে কর্মরত আছেন। -বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ