খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জাতীয় পার্টির দোয়া

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জাতীয় পার্টির দোয়া

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর জাতীয় উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল মাজার মসজিদে এই দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক মাওলানা আজাদুর রহমান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ, এছাড়াও জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর শাখা সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র সমাজ, যুব সংহতি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টানা ৩দিন ধরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা বলার মতো উন্নতি হয়নি। তবে নতুন করে অবনতিও হয়নি। চিকিৎসক ও বিএনপি নেতারা বলছেন, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এই অবস্থায় স্থিতিশীল থাকাটা চিকিৎসকদের ভাষায় ইতিবাচক। কিছুটা উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অবস্থা বুঝে সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার সিরোসিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ