ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রির সদস্য, জিন্দাবাজারস্থ শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক এবং নিউ খানদানি পাঞ্জাবি হাউস, মামুন পাঞ্জাবি হাউস ও সাফওয়ান পাঞ্জাবি হাউসের সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ সাবুল মিয়া।
রবিবার (৩০ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সহযোগিতা নিয়ে দেশের জনগণের পাশে দাঁড়ায়। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট ইউনিট আরও কার্যকরভাবে এই সেবামূলক কাজে এগিয়ে যাবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ সাবুল মিয়া আরও বলেন, নব-নির্বাচিতরা নিজেদের দায়িত্ব পালন করে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করবেন।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাবুল মিয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরীসহ নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি
Design and developed by sylhetalltimenews.com