ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। ঘোষিত সেই তালিকায় মাদারীপুর-২ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। নতুন তালিকায় ওই আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।
দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি আসনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯: হাবিবুর রহমান, ঢাকা-১০: শেখ রবিউল আলম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম-৬: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
এ ছাড়া মনোনয়ন পাওয়া অন্যান্য আসনগুলো হলো: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
দলীয় সূত্র জানায়, বাকি আসনগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।
Design and developed by sylhetalltimenews.com