ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
দেশে প্রাকৃতিক গ্যাসের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস অনিক চৌধুরী বলেছেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। তাই আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই বিকল্প ব্যবস্থার প্রধান খাত হচ্ছে বায়োগ্যাস। তিনি বলেন, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেহেতু প্রাকৃতিক গ্যাস ফুরালে বা শেষ হলেও বায়োগ্যাস শেষ হবে না। তাই আমাদের বায়োগ্যাস ব্যাবহারে মনোযোগী হতে হবে।
তিনি গতকাল সোমবার উপজেলার দাউদপুর ইউনিয়নে ঝাপা গ্রামের রোজিনা আক্তারের বাড়িতে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আয়োজনে ও দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ইমপ্যাক্ট ফেইজ ৩ আওতাধীন বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য আশিকুর টিপু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রউফ শাহ বলেন, বায়োগ্যাস একদিকে জ্বালানি সাশ্রয় অন্যদিকে পরিবেশ বান্ধব। এর মাধ্যমে ধোঁয়া ও কালিমুক্ত রান্না এবং জৈব সার তৈরি করা যায়। এই বায়োগ্যাস প্লান্ট করার জন্য সরকার কারিগরী সুবিধাসহ এককালিন অফেরতযোগ্য ৫ হাজার টাকা দিচ্ছে এবং সেই সাথে নামমাত্র সার্ভিস চার্জে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। তিনি রোজিনা আক্তারের এই মডেল প্রত্যেক গ্রামে সৃষ্টি করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে আগামী দিনে পরিবেশ বান্ধব, সুন্দর ভবিষৎ, উন্নত জীবন যাপনে বায়োগ্যাস ব্যবহারে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা পেতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করতে সবার প্রতি আহবান জানিয়েছেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষিণ সুরমা উপজেলার কর্মকর্তা মো: আমিনুজ্জামান চৌধুরীর সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুজ্জামান চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, উপজেলা ভ্যাটেনারি সার্জন ডা: সাহাব উদ্দিন মুন্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেট সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মো: সফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সমবায় সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্ত্তী, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সহ সভাপতি বদরুল ইসলাম বদই, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, ইউপি সদস্য তাজুল ইসলাম, সাইফ উদ্দিন আল ফারুক মিটু, আবদুল লতিফ, রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গোকুল রঞ্জন দত্ত, বিউটি রানী দত্ত, আলাল মিয়া, মফিক আহমদ, কামিল উদ্দিনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Design and developed by sylhetalltimenews.com