আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির মহান বিজয় দিবস পালন

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির মহান বিজয় দিবস পালন

Manual1 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর পূর্বশাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকাল ৯টায় টিভি গেইট পূর্বশাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।
এ সময় আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আবু নাসের জাফর উল্লাহ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ, সিএসই’র বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইইই’র বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান আবু সাইদ মোঃ আব্দুল্লাহ, ডীন ড. জাকারিয়া হাবিব, ইংরেজি বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান শান্তা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ও আহলে আদনান চৌধুরী প্রমুখ। এছাড়াও অন্যান্য সকল বিভাগীয় ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ