সন্ধ্যায় দেশে ফেরার পর যেখানে নেয়া হবে হাদির লাশ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

সন্ধ্যায় দেশে ফেরার পর যেখানে নেয়া হবে হাদির লাশ

Manual6 Ad Code

আর ঘন্টা দেড়েকের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবে।

সিঙ্গাপুরে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো হাদির লাশ বিমানে তোলার ছবি আমার দেশের হাতে ইতোমধ্যে পৌঁছেছে। আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জোহর নামাজের সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

Manual1 Ad Code

আজ বেলা আড়াইটার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ওসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

Manual4 Ad Code

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে বিজয়নগর কার্লভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।

Manual4 Ad Code

পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ ফেটে পড়ে সারা দেশের মানুষ। রাজধানীর শাহবাগ মোড়সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মিছিল সমাবেশ হয়।