মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির শীতবস্ত্র ও ফল বিতরণ

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির শীতবস্ত্র ও ফল বিতরণ

Manual4 Ad Code

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী হিসেবে ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীতের কনকনে ঠান্ডায় সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল। তিনি বলেন, এতিম শিশুরা সমাজের সবচেয়ে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পরিবেশ ও জীবনমান উন্নয়নে সমাজের সকল বিত্তবান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. মাজারুল আনোয়ার এমজেএফ, লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, লায়ন তানভীর আহমেদ, লায়ন মো. আবু বকর সিদ্দিক, লায়ন হারুন অর রশীদ দীপু এমজেএফ, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন শফিকুল আলম মীর কনক, ক্লাব প্রেসিডেন্ট লায়ন গৌতম বণিক, সেক্রেটারী লায়ন জুমা আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন রেজাউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী হিসেবে ফল বিতরণ করছেন প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল সহ অন্যান্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ