ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির গর্ব কাউন্সিলর জাহাঙ্গীর হক

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির গর্ব কাউন্সিলর জাহাঙ্গীর হক

Manual8 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পশ্চিমভাগ গ্রামের কৃতি সন্তান, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ ব্রিটিশ মূলধারার রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনে এক পরিচিত নাম। তিনি যুক্তরাজ্যের মোল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রথম বাংলাদেশি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছেন।

Manual1 Ad Code

বর্তমানে তিনি ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে লিবারেল ডেমোক্র্যাট দলের এই নেতা যুক্তরাজ্যের স্থানীয় উন্নয়নে যেমন কাজ করছেন, তেমনি ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট’-এর পরিচালক হিসেবে তার জন্মভূমি সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে অবদান রেখে চলেছেন।
বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ এভাবে আজীবন দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে কার্যক্রম অব্যাহত রাখতে দেশ বিদেশে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি দেশ, জাতি, সমাজ ও মানুষের কল্যাণে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ