সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত

Manual7 Ad Code

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল জয় এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সদস্য মোঃ ফখর উদ্দিন, মোহাম্মদ দুলাল আহমদ, ফরহাদ হাসান, সদস্য এনাম হোসেন, মোঃ সাদেক আলী খান, আজিজুর রহমান জুনায়েদ, জাইনুল হোসেন সোহাগ,তারেক নাজিম, আবু মুসা সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মনু চন্দ্র দাস, সাংবাদিক তপু বণিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস ঘটনা, যা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ