ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
সরকারী ভাবে প্রবাসী সম্মাননা পেয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।
২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজকে সাকসেসফুল কমিউনিটি লিডার ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এর হাত থেকে যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ’র পক্ষে সম্মান গ্রহণ করেন তার শ্যালিকা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারী লায়ন সানজিদা খানম ও ভাতিজা সোহেল আহমদ।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, এসএমপি পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ সুপার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
সরকারীভাবে প্রবাসী সম্মাননা লাভ করায় যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ বলেন, নিজের জন্মভূমি এবং শেকড়ের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। আমি মনে করি, এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর, যারা প্রবাস থেকেও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। তিনি বলেন, একজন প্রবাসী হিসেবে আমরা সবসময় দেশের কথা ভাবি এবং জন্মভূমির উন্নয়নে কাজ করি। এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ প্রবাসী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করায় সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Design and developed by sylhetalltimenews.com