ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
বুধবার (৩১ ডিসেম্বর) এক শোকবার্তায় মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশের চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নেতৃত্ব। দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশের চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। বিজ্ঞপ্তি
Design and developed by sylhetalltimenews.com