বিশ্বজুড়ে ২০২৬ বরণ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

বিশ্বজুড়ে ২০২৬  বরণ

Manual7 Ad Code

বিশ্বজুড়ে ২০২৬ নতুন বছরকে বরণ করে নেয়া হচ্ছে। অস্ট্রেলিয়া, জাপান থেকে শুরু করে লস অ্যানজেলেস তথা বিশ্বজুড়ে চলছে এই উৎসব। ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায়ই নতুন বর্ষকে বরণ করে নেয় সিডনি। আতশবাজি আর আলোর উৎসবে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। বৃটেন বুধবার দিবাগত রাতে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে লন্ডনের টেমস নদীর ওপর চমকপ্রদ আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে। এর ঝলক দেখা গেছে বিভিন্ন মাধ্যমে। এডিনবরায় হগমানে উৎসব ঘিরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছে এই আনন্দ। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরও নতুন বছরকে স্বাগত জানিয়েছে। কোপাকাবানা বিচে আয়োজন করা হয়েছে বিশেষ পার্টি। নিউইয়র্কের টাইমস স্কয়ারে মূল অনুষ্ঠানের আগে প্রায় দশ লাখ মানুষের জড়ো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ইউরোপজুড়েই আতশবাজির উজ্জ্বল প্রদর্শনী দেখা গেছে প্যারিস, বার্লিন থেকে শুরু করে বার্সেলোনা পর্যন্ত। বিশ্বের অন্যান্য স্থানেও উদযাপিত হয়েছে নতুন বছর- কোথাও ঢাকঢোল ও ঘণ্টাধ্বনিতে, আবার কোথাও দুবাইয়ের বুর্জ খলিফায় চোখধাঁধানো আলোর প্রদর্শনীতে।