মিশিগানে বৃহত্তর দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

মিশিগানে বৃহত্তর দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সংবর্ধনা প্রদান

Manual7 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল আলম সিদ্দিকী খালেদ এর প্রবাস জীবন‌ থেকে পরিবারের টানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়। মিশিগান হ‍্যামট্রামিক সিটির স্হানীয় বনফুল রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি, ব‍্যবসায়ী আব্দুল জব্বার বশির মিয়ার সভাপতিত্বে ও সামাজসেবী কামাল হোসেন লিলু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হ‍্যামট্রামিক সিটির প্রটেম মেয়ম এবং কাউন্সিলর কামরুল হাসান।
বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব‍্যক্তিত্ব মোহাম্মদ শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক কামাল, মাস্টার নিজাম উদ্দিন, মোহাম্মদ লিলু মিয়া, জাফর ইকবাল মল্লিক, সিরাজুল ইসলাম শিরুল, হাজী লিয়াকত আলী, কয়েছ আহমদ, মারুফ হোসেন খান, আব্দুর রহমান, আবুল কাশেম মোর্শেদ, শামীম শাহ, ফয়জুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, শিপলু আহমদ আবু রাসেল, এমাদ উদ্দিন,রকিব উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগন বলেন, প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নুরুল আলম সিদ্দিকী খালেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। নাড়ির টানে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে গিয়ে ও তিনি দেশের উন্নয়নের ক্ষেত্রে নিজেকে সর্বদা উজ্জীবিত রাখবেন। বক্তারা বলেন, নুরুল আলম সিদ্দিকী খালেদের বাংলাদেশ‌ ভ্রমণ সুন্দর সফল হোক আবারও তিনি সুস্থতার সহিত প্রবাসে ফিরে আসেন সেই প্রত্যাশা করেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শাহেদ আহমদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে‌ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বদেশ ভ্রমণ‌ সুন্দর ও সফলতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি নুরুল আলম সিদ্দিকী খালেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। আপনাদের দোয়া ও‌‌ ভালোবাসা আমাকে আগামী দিনে রাজনৈতিক ভাবে সাংগঠনিক কাজ‌ করার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশ‍্য ভোজে আপ‍্যায়িত করা হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ