দৈনিক বিজনেস ফাইল এর ১৮ বছর ফুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যা রত্ন রায়

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

দৈনিক বিজনেস ফাইল এর ১৮ বছর ফুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যা রত্ন রায়

Manual7 Ad Code

১১ জানুয়ারী ‘২৬ জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর ১৮-তম ফুর্তি উপলক্ষ্যে রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টাস ফোরামে “অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠান”-এ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরন ও গুণীজনে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। দৈনিক বিজনেস ফাইল এর নন্দিত প্রকাশক ও সম্পাদক জনাব অভি চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক মিডিয়া ব্যাক্তিত্ব ডা: উজ্জ্বল রায় এর প্রাণবন্ত উপস্হাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাননীয় শিল্প সচিব জনাব ওবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, এফবিসিসিআই এর সম্মানিত সদস্য বৃন্দসহ নারী উদ্যোক্তরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্টানে গুণীজনে সম্মাননা ক্রেষ্ট প্রদানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় অন্যান্যদের মাঝে সাংবাদিকতায় ভূয়সী অবদানে সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায় কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এ প্রাপ্তিতে জনাব বিদ্যা রত্ন রায় বলেন, ” এ প্রাপ্তিতে সিলেটবাসীরই গর্ব, এতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।তিনি আরো বলেন এতে আমার কাজ করার দায়িত্ব যেমন বাড়লো তেমনি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশেও আমায় প্রেরণা যোগাবে”।

এ সংক্রান্ত আরও সংবাদ