ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফ্যামেলি ডে ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
পরদিন বুধবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জের বাহুবলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত। সদস্য মো. কামরুজ্জামান টুলু এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি ও সিলেট জোনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম মহাসচিব তানভীর রহমান।
বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা।
বার্ষিক প্রতিবেদন ২০২৫ পাঠ করেন মহাসচিব ফারহান নূর। ২০২৪-২৫ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করেন যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ সুমন।
বক্তব্য রাখেন সদস্য সচিব রেজাবুদ্দুলা, শেখ আসিবুদ্দিন মিলন, বনভোজন কমিটির আহবায়ক সৈয়দ সাদাত আহমেদ, সদস্য সচিব আলী আফসার ফাহিম, তানভীর আহমদ, মো. সাজুওয়ান আহমদ, আব্দুল কাইয়ুম, আজহারুল ইসলাম ডালি, আব্দুল হান্নান কাকন, আব্দুল হাকিম প্রধান, সৈয়দা আক্তার, মো. ফয়েজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের পরিবহন খাতে সিএনজি শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত সহায়তা, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং ওয়ার্কশপ ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা ও মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সংগঠনের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
সাধারণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দা প্লেস লাক্সারি রিসোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম। বিজ্ঞপ্তি
Design and developed by sylhetalltimenews.com