‘আমরা কখনো কোনো পেশী শক্তির কাছে হার মানি নাই’

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

‘আমরা কখনো কোনো পেশী শক্তির কাছে হার মানি নাই’

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেছেন, খাদ্যের গুণগতমান উন্নয়ন ও ভোক্তার অধিকার নিশ্চিতকরণের লক্ষে জাতীয় ভোক্তা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে শত বাধা ও চ্যালেঞ্জর মুখে আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা কখনো কোনো পেশী শক্তির কাছে হার মানি নাই। সরকার ও দেশের জনগণের জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। তাই ক্রেতার আস্থার জায়গা তৈরি করতে পেরেছে জাতীয় ভোক্তা অধিকার।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানে সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন মিয়া, ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, কঠোর আইনের পাশাপাশি ভোক্তা পর্যায়ে যদি সচেতনতা বৃদ্ধি পায় তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান আরও সচেতন হবে, শতভাগ গুণগত মান নিশ্চিত করবে। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে ক্রেতার অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মূর্শেদ মিশু ও সঞ্চালনা করেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

Manual1 Ad Code