ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক আমান উদ্দীনের লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের ইমামবাড়ি ও উজিরপুর এলাকায় পৃথকভাবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা আমান উদ্দীনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রায় তিন ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ থাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিহত আমান উদ্দীনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ডোবা নিয়ে পূর্ব বিরোধের জেরে জসিম মেম্বারের নেতৃত্বে পরিকল্পিতভাবে আমান উদ্দীনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১১ দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ে রবিবার (২৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
Design and developed by sylhetalltimenews.com