ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা বেগম (২০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাসায় তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সকালে ফারজানার সঙ্গে তার স্বামী নুর আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নুর আলী নিজেও নিজেকে আঘাত করেন বলে পুলিশ জানিয়েছে। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহ নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এ ঘটনাটিও সে জের ধরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে শুনেছেন। তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, নুর আলী চিকিৎসাধীন আছেন।
Design and developed by sylhetalltimenews.com