ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্ক :: নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম।
রোববার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে সংস্থাটির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার বোর্ড ইয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।
গত মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
পদত্যাগের কারণ হিসেবে ডা. আজিজুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানে বিগত ১৫/২০ বছর যাবৎ কয়েকজন কর্মকর্তার মাধ্যমে সিন্ডিকেট তৈরি নিয়োগ, বদলি, এক্সটেনশন ও টেন্ডার বাণিজ্য চলতো।
বর্তমান ম্যানেজিং বোর্ড দ্বায়িত্ব নেওয়ার পরে এসব অনিয়ম বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। যার ফলশ্রুতিতে ঐ সমস্ত কর্মকর্তারা নাখোশ ও অসন্তুষ্ট হয়েছে। কারণ তাদের অবৈধ ইনকাম ও ক্ষমতায় দাপট কমে গেছে এবং আমার বিরুদ্ধে মিথ্যাচার ও কানভারি করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা করছে।
তিনি বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেনা দেওয়া হচ্ছে।
বিডিআরসিএস চেয়ারম্যান বলেন, নানাভাবে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজাতে। কিন্তু সিন্ডিকেট এবং নানাভাবে হস্তক্ষেপের কারণে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর একজন নারীকে চেয়ারম্যান করে ৫ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড গঠনের প্রস্তাবনা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সইয়ের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।
একই সঙ্গে রেড ক্রিসেন্টে চলমান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে একটি অভ্যন্তরীণ তদন্ত টিম গঠনের চিন্তাও চলছে মন্ত্রণালয়ে।
ডা. আজিজকে চেয়ারম্যান হিসেবে রাখা হচ্ছে না, মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর দায় চাপিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
চেয়ারম্যান থাকাকালীন তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়ে কৌশলে পাশ কাটিয়ে যান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাচ্ছেন না, পুরো সংবাদ সম্মেলনে এমন অভিযোগ আনেন বারবার।
এদিকে, চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও ২ জন বোর্ড মেম্বার গত ৩০ অক্টোবর ও ২ নভেম্বর পদত্যাগ করেন।
এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে সংস্থাটির লোকজন গত কয়েকদিন আগে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করে তার পদত্যাগের দাবি জানান।
Design and developed by sylhetalltimenews.com