র‍্যাব-৯ পৃথক অভিযানে মাধবপুর থেকে গাঁজাসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

র‍্যাব-৯ পৃথক অভিযানে  মাধবপুর থেকে গাঁজাসহ ২ জন গ্রেফতার

Manual7 Ad Code

সিলেট অলটাইম নিউজ :র‌্যাব-৯ এর পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৭৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীসপুর ইউপি মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন কিছুক্ষণ খাবার হোটেলের সামনে থেকে এক জনকে প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়।
পরবর্তীতে তাকে তল্লাশি করে তার সাথে থাকা বস্তার ভেতর নীল রঙের পলিথিন উপর খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীসপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৪০)।এছাড়াও একইদিন অপর একটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল আনুমানিক সকাল ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপর ইউপির লোহাইদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করে।

Manual5 Ad Code