জাতীয় কবিতা পরিষদ’র সাথে সাওল হার্ট’র মতবিনিময়

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

জাতীয় কবিতা পরিষদ’র সাথে সাওল হার্ট’র মতবিনিময়

Manual2 Ad Code

সিলেট অলটাইম নিউজ :জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা কমিটির সাথে দেশের বিখ্যাত হ্নদরোগ চিকিৎসা কেন্দ্র সাওল হার্ট সেন্টার বিডি লি:এর সিলেট শাখার উদ্যোগে পরিদর্শন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১/১১/২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিলেট সাওল হার্ট কার্যালয় খায়রুন ভবন ২য় তলায়। কবিতা পরিষদের সিলেট জেলা শাখার সহ-সভাপতি কবি ও সংগঠক ধ্রুব গৌতম এর সঞ্চালনায় ও সংগঠনের সিলেট’র সভাপতি কবি নিপু মল্লিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সাওল হার্ট সেন্টার বিডি লি :সিলেটের কনসালট্যান্ট শেখ সুমাইতাহ সরকার, ম্যানেজার মো.মেহেদী হাসান,পুষ্টিবীদ সাদিয়া হাসান রাত্রী,মেডিকেল এ্যাসিসট্যান্ট সাদিয়া আক্তার,অফিস এ্যাসিসট্যান্ট রুহেল মিয়া ও নার্স মো.ফয়জুল হক মান্না,এজহারুল হক তামিম।আর ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মিহির মোহন, সহসাধারণ সম্পাদক কবি, মাসুদা সিদ্দিকা রুহি,সহসাধারণ সম্পাদক  ফারুক হাসান সুজন,ফুয়াদ বীন রশিদ, উত্তম কুমার চৌধুরী, শহিদুল ইসলাম লিটন, বিজনেস ফাইল পত্রিকার সিলেটের ব্যুরো সাংবাদিক বিদ্যা রত্ন রায়,সিলেট অলটাইম নিউজ ডটকম এর সম্পাদক এমরান ফয়ছল,শরিফ গাজী,বিমান বিহারি বিশ্বাস, নজরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ