শাবিপ্রবিতে সিন্ডিকেট সভা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

শাবিপ্রবিতে সিন্ডিকেট সভা

Manual6 Ad Code

সিলেট অলটাইম নিউজ :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

Manual2 Ad Code

সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রফিকুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ জহির বিন আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মন্তাবুর রহমান, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. জসীম উদ্দিন এবং সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সেলিম এবং শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সভায় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ