শাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

শাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা

Manual1 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট এই ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ‘সাস্ট ইনসাইডার’ পেইজের এডমিন মুস্তাকিম বিল্লাহ।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

প্যানেলের অন্যান্য পদে মনোনীতরা হলেন- ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

Manual2 Ad Code

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে ঘোষিত এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থীর নাম রাখা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘পদটি এখনো খালি রয়েছে এবং কাউকে চূড়ান্তভাবে ঘোষণা করা যায়নি।’

তিনি জানান, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত হলে তাকে প্যানেলে যুক্ত করা হবে। উদ্দেশ্যমূলকভাবে পদটি ফাঁকা রাখা হয়নি; টেকনিক্যাল কারণে আপাতত ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।

Manual5 Ad Code

এদিকে শাকসু নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থীর তালিকা অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোট দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম বিন ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-মুখপাত্র আমিনুল ইসলাম জীবন।

ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জীবন বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি তাদের জানিয়েছেন যে, আপাতত তিনি কোনো প্যানেলে যোগ দিচ্ছেন না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ