আওয়ামী লীগের ‘মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে’

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

আওয়ামী লীগের ‘মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে’

Manual3 Ad Code

আওয়ামী লীগের ‘মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্রপ্রহরী’ শীর্ষক ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের’ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি মিছিল করা হয়।

Manual8 Ad Code

সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ‘মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে’ হয়েছে। আওয়ামী বাকশালী শক্তি যে, এ দেশের রাজনৈতিক শক্তি ছিল না-সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেয়ার মধ্য দিয়ে। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না, একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল। গণতন্ত্রের মুখোশে আলখাল্লা পরে ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক চেতনার ব্যবসা করতে করতে এখন বিলুপ্তপ্রায় হয়ে গেছে। কেউ যেন রাজনৈতিক দল করে ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করেন। রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করেন, তাদের পরিণতি শুভ হয় না। এমন রাজনৈতিক চর্চা দরকার, যা গণমানুষের প্রত্যাশার বাস্তবায়ন করতে পারে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি আরও শক্তিশালী করে সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে।

Manual1 Ad Code

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে সালাহউদ্দিন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যেন সেটা মাথায় রাখেন যে এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারাই গণতন্ত্র হত্যা করবেন, তাদের পরিণতি এ রকম হবে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, জাতি দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পোষণ করছে, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস ৭১ সালে জন-আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। ৪৭-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতে পারে।

Manual8 Ad Code

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন প্রমুখ।

Manual5 Ad Code