ভারতীয় হাইকমিশন ঢাকার আয়োজনে বিজয়া সম্মেলন

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

ভারতীয় হাইকমিশন ঢাকার আয়োজনে বিজয়া সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :ভারতীয় হাই কমিশন ও আইসিসিআর ইন বাংলাদেশ ঢাকাস্থ ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ১৮ অক্টোবর বিজয়া সম্মেলন ২০২৫ আয়োজন করে।

মাননীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা উৎসবের এই মরশুম উপলক্ষ্যে অনুষ্ঠানটিতে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান। তিনি ভারত ও বাংলাদেশের অভিন্ন ঐতিহ্য ও উৎসবের মাধ্যমে সাংস্কৃতিক আত্মীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন যা মানুষে-মানুষে বন্ধনকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিরূপে স্থাপন করে।

এই সন্ধ্যায় ছিল প্রাণবন্ত সব সাংস্কৃতিক পরিবেশনা, যার মাঝে ছিল সিঁথি সাহা ও মাহতিম সাকিব পরিবেশিত বলিউডের ক্লাসিক গান থেকে শুরু করে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (বিওয়াইডি)-র অ্যালামনাইগণ কর্তৃক গঠিত ব্যান্ড বায়োস্কোপ-এর সুরেলা ফোক ফিউশন, আর প্রান্ত’স মেলোডিজের মনোমুগ্ধকর সুফি সঙ্গীত পরিবেশনা।