১১ ডিসেম্বর ভর্তির জন্য ডিজিটাল লটারি

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

১১ ডিসেম্বর ভর্তির জন্য ডিজিটাল লটারি

Manual8 Ad Code

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর।

Manual1 Ad Code

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

দেশে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল রয়েছে ৩ হাজার ৩৬০টি। মোট শূন্য আসন ১১,৯৩,২৮১টি, যার মধ্যে সরকারি ১,২১,০৩০টি এবং বেসরকারিতে ১০,৭২,২৫১টি আসন।

Manual8 Ad Code

আবেদনের তথ্য অনুযায়ী- গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১,২১,০৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২,৬০,২৪৪ জন শিক্ষার্থী। তাদের পছন্দক্রম ছিল ৩,৭৫,৭২৮টি।

অন্যদিকে বেসরকারি স্কুলের ১০,৭২,২৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯৮,৭৬২ শিক্ষার্থীর, যারা দিয়েছে ১,৮০,৮৬২টি পছন্দক্রম।

Manual4 Ad Code

এরপর নতুন কোনো আবেদন সংখ্যা প্রকাশ করেনি মাউশি।

এ সংক্রান্ত আরও সংবাদ