ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। রোববার বিকেল থেকে শুরু হওয়া এ অনশন সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্র ও ভিডিও তথ্য অনুযায়ী, অনশনরত তরুণী একই উপজেলার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, জারুলিয়া গ্রামের বাসিন্দা ইয়াছিন আরাফাত ইমন দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমন তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলেও দাবি তরুণীর।
তরুণীর ভাষ্যমতে, বর্তমানে ইমন ঢাকায় অবস্থান করছেন। তাদের সম্পর্কের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার মুরুব্বীরাও জানেন। বিয়ের ব্যাপারে ইমন রাজি থাকলেও তার বাবা অনীহা প্রকাশ করছেন, যা শেষে তাকে অনশনে বসতে বাধ্য করেছে বলে জানান ওই তরুণী।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
Design and developed by sylhetalltimenews.com