খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে ড. মুহাম্মদ ইউনুস

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে ড. মুহাম্মদ ইউনুস

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের ফটকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধান উপদেষ্টাকে হাসপাতালের তৃতীয় তলায় সিসিইউতে নিয়ে যান তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবউদ্দিন তালুকদার। কিছুক্ষণ খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। মিনিট বিশেক পর হাসপাতাল ত্যাগ করেন তিনি।

Manual3 Ad Code

বিকেলে খালেদা জিয়াকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। দিনভর এভারকেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সকাল থেকেই বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে।

Manual1 Ad Code