খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

Manual5 Ad Code

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

Manual7 Ad Code

একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে।