জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫

জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

Manual8 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে।

Manual3 Ad Code

আগামীকাল শনিবার বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Manual6 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতারের আমির প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। এটি কাতারেরই এয়ার অ্যাম্বুলেন্স হলেও জার্মান কোম্পানির তৈরি।

কাতার জার্মানি থেকে নতুন কোনো অ্যাম্বুলেন্স কিনে পাঠাচ্ছে- এমন খবর সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে খালেদা জিয়াকে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। তিনি দেশে পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

Manual1 Ad Code

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশযাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।

Manual6 Ad Code