ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। এ লক্ষ্যে তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আজ (শুক্রবার) ঢাকায় এসে পৌঁছেছেন।
বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি রাসরি চলে যান এভার কেয়ার হসপিটালে।
জানা গেছে, যুক্তরাজ্য থেকে ফেরত আসা জোবাইদা রহমান খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা তদারকি করতে এবং তার বিদেশ যাত্রায় সঙ্গী হওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। এর আগে দীর্ঘ সতেরো বছর পর গত মে মাসে তিনি দেশে এলেও, এবার অসুস্থ শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
তবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহনের জন্য যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল, তা কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। ফলে লন্ডনে স্থানান্তরের প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি হয়েছে।
দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত সমস্যার সমাধান হলে দ্রুতই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
Design and developed by sylhetalltimenews.com