ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। নানা চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই একটা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনও বদলেছে তার, সেইসঙ্গে বদলে গেছে মন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। তিনি বলেন, আমি আসলে জন্মদিন নিয়ে এখন আর খুব একটা ওভাবে উচ্ছ্বসিত হই না। আগের মতো এত এক্সাইটেড থাকি না। ব্যাক টু ২০২২-এও আমি অনেক এক্সাইটেড থাকতাম আমার জন্মদিন নিয়ে। এটি হয়তো বয়সের কারণেই হয়েছে। তিনি
আরও বলেন, এখন তো বয়স হচ্ছে; তো এক্সাইটমেন্ট আর আসলে নাই। আমার আর ভালো লাগে না এসব। সময়ের সঙ্গে মনও বদলে যায়। আমিও তেমন বদলে গেছি। এখন শুধু কাজ আর দায়িত্ব নিয়ে ভাবতেই ভালো লাগে। উল্লেখ্য, নতুন একটি নাটক নিয়ে শিগগিরই দর্শকদের সামনে আসছেন তিশা। নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনু’র রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি দেখা যাবে ‘রঙ্গন’ ইউটিউব চ্যানেলে।
Design and developed by sylhetalltimenews.com