ভারতের নসিহত আমাদের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

ভারতের নসিহত আমাদের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Manual4 Ad Code

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সামনে আমরা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি। এখন আমাদেরকে ভারতের নসিহত দেয়ার দরকার নেই। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টার মাথায় এমন মন্তব্য করলেন উপদেষ্টা।

Manual6 Ad Code

হাইকমিশনারকে তলব করে কী বলা হয়েছে, তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ ছিল। এতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আহ্বান জানিয়ে আসছে ভারত। বাংলাদেশে অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্নতৌহিদ হোসেন বলেন, গত ১৫ বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি। এখন তাদের দেওয়া নসিহত আমরা মেনে নিতে চাই না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন। পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

Manual5 Ad Code