ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সবিনয়ে সে প্রস্তাব ফিরিয়ে ছিয়েছেন। সরকারি প্রস্তাবের জবাবে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন’।
জানা যায়, সরকারের পক্ষ থেকে এসবি প্রধান নিরাপত্তা দেয়ার বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন। এরপর ফলোআপ হিসেবে আজ শুক্রবার এসবির পক্ষ থেকে আমার দেশের একজন কর্মকর্তাকে ম্যাসেজ দিয়ে বলা হয়, ‘আমাদের এসবি প্রধান মহোদয়ের সাথে আপনার (আমার দেশ সম্পাদক) কথা হয়েছে। স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি সম্মতি দিতেন স্যার তাহলে দ্রুত সময়ে আপনার ঠিকানায় আমরা গানম্যান প্রেরণ করতে পারতাম’।এর জবাবে পাল্টা ম্যাসেজ দিয়ে মাহমুদুর রহমান এসবি চিফকে ধন্যবাদ দিয়ে গানম্যান দেয়ার সরকারি প্রস্তাব ফিরিয়ে দেন।
Design and developed by sylhetalltimenews.com