স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টা সময় দিল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টা সময় দিল ইনকিলাব মঞ্চ

Manual6 Ad Code
গত এক সপ্তাহে শহীদ ওসমান হাদির খুনির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে না পারলে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

হাদির জানাজায় পূর্বে মুহুর্তে বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি, না। আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে৷ আমরা সরকারকে স্পষ্ট বলতেছে চাই এখানে একজন খুনি না একটা চক্র রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে।শনিবার মানিক মিয়ায় শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আব্দুল আল জাবের।

পরিবার ও ইনকিলাব মঞ্চ থেকে জানাতে চাই পুরো খুনি গোষ্ঠীকে সামনে আনতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

কোনো সংহিতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগ যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষ ছাড়া কোনো পক্ষের উসকানিতে পা দেবেন না।

Manual6 Ad Code

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Manual7 Ad Code

সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Manual2 Ad Code