হযরত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ বন্ধ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

হযরত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ বন্ধ

Manual4 Ad Code

বিশেষ কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যাত্রীসেবা, নিরাপত্তা ও কার্যক্রমের শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কোনো সঙ্গী বা দর্শনার্থী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

Manual1 Ad Code

বিমানবন্দর কর্তৃপক্ষ এ সাময়িক বিধিনিষেধ বাস্তবায়নে যাত্রী ও সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা কামনা করেছে।

Manual5 Ad Code